গড়ে মাঠে বড় লাটে দিয়াছে এক ম্যচ খেলা
সেই পুরস্কার আনতে পারলে হিসাব নাই তার শেষ বেলা।।
দুইটি দল দুই দিক হইতে প্রণয় হইয়া একত্রে
সীমাবদ্ধ সুন্দর ক্ষেত্রে স্থাপন করে একটি গোলা।।
প্রথম যাইয়া স্পর্শ করে মেয়ে জাতি খেলোয়াড়ে
পুরুষ পক্ষ গিয়া পরে নেশাতে হয় মাতোয়ালা।।
গোলপোষ্টে নিরঞ্জন আত্মারূপী ব্যাকে দুইজন
ত্রিগুণে হাফব্যাক তিনজন সামন পিছন পথ খোলা।।
সম্মুখেতে পঞ্চজন পঞ্চবাণে হয় না বারণ
বিপক্ষেরর পঞ্চরসে যোগ দিয়া বাড়ায় জ্বালা।।
হলে পরে পরিশ্রান্ত খেলায় সে দিন হবে অন্ত
দশ ইন্দ্রিয় হয়ে শান্ত পড়ে থাকবে চামড়াগুলা।।
প্রকৃতি আর প্রজাপতি রেখেছে এই খেলা পতি
মারিছে অসংখ্য লাথি জালালে কয় শোন পাগলা।।