ভবঘুরেকথা
মাতাল রাজ্জাক দেওয়ান

গাইলে মাতালের গান গাই ও কোকিলারে
গাইলে মাতালের গান গাই ও।।

তুমি ডাল ছাড়িয়া ডালে গিয়া
উড়াল দিয়া বইও কোকিলারে
গাইলে মাতালের গান গাই ও।।
যে গানে বন্ধুয়ার কথা
ঐ গানটারে গাই ও
তুমি ঐ গানটারে গাই ও
আমার আম জাম পাকিলে গাছে
নাইচা নাইচা খাই ও কোকিলারে
গাইলে মাতালের গান গাই ও।।

কেউ যেন না দেখে তোমায়
আড়াল দিয়া কই ও
তুমি আড়াল দিয়া কই ও
পড়শিরা গালি দিলে
গান দিয়া বুজাই ও কোকিলারে
গাইলে মাতালের গান গাই ও।।

বৃন্দাবন ছাড়িয়া কোকিল
কুঞ্জবনে যাইও
তুমি কুঞ্জবনে যাই ও
এর মমতা গেছে মারা
রাজ্জাকেরে কই ও কোকিলারে
গাইলে মাতালের গান গাই ও।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!