গাউছেল আজম বাবা নূরে আলম,
তুমি ইছমে আজম জগতে তরানে ওয়ালা।
নাম ধরেছ ভবে হক্ ভাণ্ডারী,
বাবা তৌহিদের কাণ্ডারী নূরী মাওলা।
তোমার নূরের তজল্লিতে পাহাড় জলে,
মুছা মুর্চ্ছাগত দেখে নূর উজলা।
হুর-ফেরেস্তা-পরী-রবি-শশী,
দিবানিশি রহম মাগে হয়ে উথলা।
তব পদ সরোজ মকরন্দ আসে,
রমেশ ভৃঙ্গ ভেসে কাটাই সারা বেলা।