আছি নতশীর গাউসুল আজম বড় পীর।
গোলাম দরবারে খাড়া, হয়ে রাহি মোছাফির।।
বুগদাদেরি অধিপতি, তুমি শাহে জিলানী
মায়ের গর্ভে আঠারো পারা, কোরান করলায় জবানী
বিশ্বজুড়ে নামের ধ্বনি, তুমি বাদশাহ দস্তগীর।।
বরকন্যা যাত্রীসহ, ঘুর্ণিঝড়ে ডুবে যায়
বার বছর পরে তোমার, হাতের ইশারায়
নতুন জীবন পেয়ে সবায়, তোমার ডাকে হয় হাজির।।
কুতুবে রাব্বানী তুমি, অতি দয়াবান
আজরাইলের কাছ হইতে, কেড়ে রাখলে অনেক প্রাণ
বুগদাদে ঘটেনা নিদান, আসিলে নেকী মনকীর।।
তোমার করুনা চাহে, আমির উদ্দিনের মন
দীদার দেখায়ে বাবা, পুরাও মনের আকিঞ্চন
মাহবুবে ছুবহানি তুমি, শান শওকত এলাহীর।।