গাওহে প্রভাতি গীতি, শ্রীহরি মঙ্গলরে।
শ্রীহরির বামেতে শোভে, শান্তি ঠাকুরাণীরে।।
হৃদি বৃন্দাবন মাঝে হরি রসরাজে জাগাওরে।
আলস্য এ নিদ্রা, হরিপদে মন লাগাওরে।।
রেশম বরণ তনু কোটী ভানু জিনিরে।
পৃষ্ঠে দোলে দীর্ঘ বেণী, জিনি কাদম্বিনীরে।।
আকর্ণ লোচন বাঁকা, অধরে সুধা মাখারে।
মনোহর জোড়াভুরু, রামধনু বাকারে।।
খগচঞ্চু জিনি নাসা, প্রেমামৃত ভাষারে।
আজানুলম্বিত বাহু, কামুকের কাম নাশারে।।
প্রেম কান্তি শান্তিদেবীর, ভাবকান্তি মাখারে।।
ভাবুক হৃদিরঞ্জন, কিবা ভঙ্গি বাঁকারে।।
কৃপাঙ্কুর কল্পতরু, প্রেম ফল দাতারে।
অকামনা প্রেম ভক্তি, আতরে বিতরে।।
গোলক পুলক চিত্ত, হরি প্রেমাশ্রিতরে।
হীরামন মনোহরা, ভক্তমন পুতরে।।
শ্রীগুরুচাঁদের বাণী, প্রভাতে জীব জাগরে।
দীন হীন অশ্বিনী দৈন্য (হরি) পদরজ মাঙ্গরে।।