একদিন ধাক্কা মারে কাম জোয়ারের
পাইয়া বাঁশিরে কলতান
গাও রে মন তোতা পাখি
আদমের গুণগান।।
সেই গোপন ঘরে দেখিয়া স্বপন
হুংকার ছাড়িয়া নিজে পাইলো চেতন
পাইয়া রূপের দরশন
পাতিল পিরিতের ফান
গাও রে মন তোতা পাখি
আদমের গুণগান।।
ভাব মূরতী দেখিয়া মরা
সুকৌশলে তার ভিতরে
খোদ খোদায় খাঁড়া
রূপ দেখিয়া ফেরেশতারা
সেজদা দিয়া পেরেসান
গাও রে মন তোতা পাখি
আদমের গুণগান।।
আদম খোদা দুইয়ে একাকার
তাই দেখিয়া মুখ ফিরাইলো
মুকরুম দূরাচার
তার মুখখানা দেখিয়া বেজার
নাম দিলো মকরুম শয়তান
গাও রে মন তোতা পাখি
আদমের গুণগান।।
কে আদম কেবা কার খোদা
নিরাকারে আকার দিয়া
এই আদমজাদা
দুইয়ের এক হহলে জুদা
ফুরাবে রাজ্জাকের গান
গাও রে মন তোতা পাখি
আদমের গুণগান।।