ভবঘুরেকথা
মাতাল রাজ্জাক দেওয়ান

গাছের গোড়ায় নাইরে পানি
ডাল গেছে শুকাইয়া-রে
যাবে একদিন ময়না পাখি
তোরে ফাঁকি দিয়া-রে।।

কই থনে আইলিরে ময়না
ছিলা কোন জঙ্গলে
তোরে কে খাওয়াই তো, কে পড়াই তো
কে দিত নাওয়াইয়া – রে
যাবে একদিন ময়না পাখি
তোরে ফাঁকি দিয়া-রে।।

একদিন গাছ ভরা রস আছিলো
ডাল ভরা তার পাতা
ঐ গাছে জড়াইয়া থাকতো
হাজার বনলতা
গাছে ডিম পাড়িলো, বাচ্চা দিলো
আনন্দে মাতোয়ারা – রে
যাবে একদিন ময়না পাখি
তোরে ফাঁকি দিয়া-রে।।

পুষলি যারে এতদিন
দুধ কলা খাওয়াইয়া
আদর সোহাগ করলি কত
বুকেতে শোয়াইয়া
এখন ছটপট করে যাবে উড়ে
শুকনা ডাল পাইয়া – রে
যাবে একদিন ময়না পাখি
তোরে ফাঁকি দিয়া-রে।।

এখন গাছ ভাঙ্গিয়া মাটিতে পড়ল
পাখি দাড়ায় কি-সে
বনের পাখি বনে গিয়া
বনে থাকে গাঁ মিশে
মাতাল রাজ্জাক কান্দে,গানের ছন্দে
ডোলা খোল বাজাইয়া-রে
যাবে একদিন ময়না পাখি
তোরে ফাঁকি দিয়া-রে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!