গানে গানে আজো তাই
তোমাকে খুঁজিয়া যাই
স্মৃতি জড়ানো হিয়ায়
যে ক্ষণ মিলন মধুর
মায়া ভরা গানের সুর
শ্রোতা বেভুর থমকে দাঁড়াই
মিলন নদীর মোহনায়।।
রঙ্গের নেশায় পায়েতে দলি
ফেলে গেছো যে গানের কলি
কত ফুল হয়েছে বাসি
শুধু তোমায় ভালোবাসি
মান কষি ব্যথার ও মালায়
তোমার দেওয়া অপমান
এ জীবনের যত গান
সুর হয়ে বাজে বেদনায়।।
তোমায় দিয়ে জয়ের ফোটা
আমিতো হয়েছি আজ পথেরকাঁটা
ছিড়ে যাওয়া জীবন তারে
ডাকিও না আর তারে
বারে বারে ছিন্ন বিনায়
দু’দিনের এই খেলা ঘরে
মিছে মাতাল রাজ্জাকেরে।।