গাভী তার মরম জানেনা, তার ভক্ষণ, তৃণ আদি
করে নিরবধি, যেমন শুষ্ক বস্ত্রে মসীবিন্দু ধরে।।
জ্বলন্ত অনলে যদি ঘৃত রাখে নিরবধি
এমতি হয় সাধকের অবধি, যেমন দুগ্ধের কলস ভরি
লয়ে রাখে গঙ্গাবারি, অমনি ক্ষুদ্র অপরাধে, তায় পরে প্রমাদে
যেমন সুরা স্পর্শে অপবিত্র করে।।
না হলে প্রবর্ত্তের দশা, করে সিদ্ধির আশা
পোরেনা তার মনেরই আশা, যেমন অগ্নিতে পতঙ্গ পরে
সেই দশা হলো আমার, গোবে সে ভাবের এক জনা
না শুনিয়ে মানা, মাথা দিল যেতে উল্টা ধারে।।