(রাগিণী কানেড়া মল্লার-তাল কাওয়ালী)
তোমারি মহিমাগুণ, গাহিব পূরবী তানে।
ভৈরবী ভৈরব রবে, ব্রহ্মরুদ্র তালমানে।।
ললিত পঞ্চম স্বরে,
বেহাগেতে প্রাণ তরে,
দীপক বাগেশ্রী রাগে, মাতিব হে তব গানে।।
ঝিঁঝিটে পূরিয়া তান,
গাহিব তোমারি গান,
বসন্ত খাস্বাজ আদি,-কানেড়া কেদার সনে।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত