হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে রাম।
নামে শোক দু:খ তাপ যাবে দূরে
গাহো রে মন অবিরাম।।
নামে হাসা নামে কাঁদা
নামে ঘোচে মায়ার ধাঁধা
আছে নামের মাঝে নিত্যবাঁধা
বিত্তবিনোদ রাধাশ্যাম।।
এই নাম যার একমাত্র লক্ষ
লক্ষ কোটি তার উপলক্ষ,
সে তো আর করে না লক্ষ
ধর্ম অর্থ মোক্ষ কাম।।
রেচক পূরক কুম্ভকাদি
নামে ঘটে ভাবসমাধি,
নামে কালের কাল হয় সালতামাদি
এই হরিণামের পরিণাম।।
যাগাযজ্ঞ করমের বাঁধন
মরমে না মানা কাঁদন
পাগল বিজয় বলে, ভজন সাধন
তারক-ব্রহ্ম হরিণাম।।