(ভৈরব-ঠুংরী)
গা তোল পুরাবাসী, রজনী পোহাইল, দয়াময় নাম কর গান।
কর হে ভজন, কর হে সাধন, কর হে চিত্ত সমাধান।
আলস্য ত্যজিয়ে, হৃদয় ভরিয়ে, দযাময়নাম-রস কর পান।
ভজ হে দয়াময়, পূজ হে দয়াময়, দয়াময়রূপ সদা কর ধ্যান।
শয়নে দয়াময়, স্বপনে দয়াময়, দয়াময় নাম বল অবিরাম।
অনলে অনিলে, অচলে সলিলে, দেখ হে দয়াময় বিরাজমান।
নগরে, প্রান্তরে, অন্তরে বাহিরে, দেখ হে দয়াময় বিরাজমান।
ভূতলে, গগনে, অরুণ-কিরণে, দেখ হে দয়াময় বিরাজমান।
তরুলতা নীরবে, পশু-পক্ষী-মানবে, গাইছে সকলে দয়াময় নাম।