অবৈষ্ণবোপদিষ্টের মন্ত্রেন নিরয়ং ব্রজেৎ।
পুনশ্চ বিধিনা সম্যগ্ গ্রাহয়েদ্ বৈষ্ণযাদ্ গুরো:।।
মহাকুল প্রসুতোহপি সর্ব্বযজ্ঞেষু দীক্ষিত:।
সহস্রশাখাধ্যায়ী চান গুরু স্যাৎ বৈষ্ণব:।।
(তথাপি শ্রীহরিভক্তি বিলাস ধৃত নারদপষ্ণয়াত্রে)
অবৈষ্ণব হৈতে মন্ত্র করিলে গ্রহণ।
নরকে যাইতে হয় শাস্ত্রের বচন।।
অবৈষ্ণব হতে পূর্ব্বে মন্ত্রলয় যদি।
বৈষ্ণব গুরুর পাশে মন্ত্র ল’তেদ বিধি।।
উচ্চবংশ সমুৎপন্ন সর্ব্ব যোগ্যবান।
বেদের সহস্র শাখা করে অধ্যয়ণ।।
তথাপি তিনিও যদি অবৈষ্ণব হন।
গুরু হইবার যোগ্য তিনি ত নহেন।।
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস