অবিদ্যো বা সবিদ্যো বা গুরুদেব জনার্ন্দন:।
মার্গস্থো বাপ্যমার্গস্থো গুরুরেদব সদাগতি:।।
(তথাহি শ্রীহরিভক্তি বিলাসে)
গুরুদেব মূর্খ হৌক, হৌক বা বিদ্বান্।
শিষ্য তাতে ভাবিবেক যেন জনার্দ্দন।।
সুপথে বিপথে তাঁর হইবেক গতি।
শিষ্য তারে ভাবিবেক অগতির গতি।।
কুলগুরু দেবগুরু পরিত্যাগ করে।।
জীবনান্তে মাংসাসীও ভক্ষণ না করে।।
একবার গুরু বলি করিয়া স্বীকার।
কেহ যদি সেই গুরু করে পরিহার।।
সেই নরাধম যদি দেহত্যাগ করে।
কোটি কল্পকাল সে নরকে বাস করে।
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস