(তাল –ঠুংরী)
গুরুবলে প্রাণে কাঁদে না কি করি উপায়।
মরলেম রিপুর বসে রঙ্গরসে,
দমন কর রিপু সমুদয়।।
১। অন্তরালে থাক তুমি, সদা লুকায়ে,
ডাকলে পরে হওনা চেতন, থাক ঘুমায়ে।
গুরু কি নাম ধরে ডাকলে পরে, চেতন হয়ে হইবা সদয়।।
২। কি নাম ধরে ডাকব আমি, নামটি না জানি
কোন নামেতে হবা চেতন, বল সে বাণী
তোমার না জানিলেম স্তুতি বাণী
কুবাণীতে মত্ত রই সদায়।।
৩। দয়াময় নামটি শুনি, এ বিশ্বমাঝার
ব্যাক্ত রলে ভূমন্ডলে, যতই চরাচর।
তোমার নামের জোরে, পাপী তরে,
আমায় কেন হইলা নিদয়।।
৪। আর কোন ধন, হে গুরুধন, আমি নাহি চাই,
দেহ অন্তিমকালে, চরণ তলে আমায় দিও ঠাঁই
গুরু তুমি বিনে দীনহীনে, কে ঘুচাবে ভব পারের ভয়।।
৫। দীনা বলে রিপুর ছলে, হলেম ভজন হীন
কুকর্ম্মেতে অসার চিন্তে, গেল রাতি ্রদিন
দয়াল হরি গোসাই, এই ভিক্ষা চাই
অন্তে যেন থাকি রাতুল পায়।।
………………………
লোক শিক্ষা
রাগিনী – দেবগিরি