(তাল – আড়া)
গুরুর কাছে হুকুম নিয়ে, কাম রতির রণে দে হানা।
শুন না শুন না কারুর মানা।।
নিস্কাম রথে আরোহণ করি, শম তম অশ্ব যুড়ি;
ধৈর্য্য ধনুক করে ধরি, সহজ বাণ কর যোজনা।।
কামের সহায় কলি রাজা, ষড়রিপু তাহার প্রজা;
জীবাত্মাকে দিচ্ছে সাজা, লুট করে নেয় উপাসনা।।
ক্রোধ কলির সেনাপতি, দয়া মায়া নাই এক রতি,
সুমতির ঘটায় কুমতি, এক জোটে আছে ছয় জনা।।
হরি নামের ডঙ্কা মারি, অনুরাগের ত্রিশূল ধরি;
তত্ত্বমসি তরবারি, ধারণ করলে ভয় রবে না।।
দয়াল মহানন্দ বলে, গুরু পদে প্রাণ সপিলে;
শঙ্কা নাই তোর কোন কালে, অশ্বিনী কেন বুঝ না।।