গুরুর দয়া যারে হয় সেই জানে।
যে রূপে সাঁই বিরাজ
করে দেহ ভুবনে।।
শহরে সহস্র পাড়া
তিনটি পথ তার এক মহেড়া,
আলেক সোয়ার পবন ঘোড়া
ফিরছে সেইখানে।।
জলের বিম্ব আলের উপর
অখণ্ড প্রলয়ের মাঝার,
বিন্দু তে হয় সিন্ধু তাহার
ধারা বয় ত্রিগুণে।।
হাতের কাছে আজব শহর
রঙ বিরঙে উঠছে লহর,
সিরাজ সাঁই কয় লালন রে তোর
সদাই ঘোর মনে।।