গুরুর নামে ছাড়ো নৌকা কোন ভয় নাই
ওপারে কাণ্ডার নিতাই, নিতাই বিনে কেউ নাই।।
গহীন নদীতে ঢেউ জবর লাখে লাখে উঠচে লহর
পাপীতাপী ডুবে মরবে পড়িয়া নদী আফালেরে।।
আগেপাছে মাঝি ছয়জনা দাঁড়ে রাখিও দশজনা
কত আফালেতে পাইবো তরী, মাঝি হাল ছাড়িওনারে।।
ভাইবে রাধারমণ বলে মানব জনম যায় বিফলে
দিন গয়াই বৃথা কাজে, গুরু কি ধন চিনলায় নারে।।