(তাল- কাওয়ালী)
গুরুর প্রতি না হলে মতি, কেমনে যাবি হরি ধাম।
যদি হতো মতি গুরুর প্রতি, তবে তোর পুরে যেত মনষ্কাম।।
১। যদি করতে পার গুরুর করণ, পাবি হরির যুগল চরণ।
ছয় রিপু করিয়ে দমন, মনে প্রাণে জপ নাম।।
২। গুরুর করণ ভারি কড়া, করলে জিয়ন্তে হয় মরা।
তা হরে দেয় সে ধরা, সেই শ্রীহরি মনোরম।।
৩। যে জন প্রেম নগরে যেতে পারে, কাম গন্ধ তার রইতে নারে
তার প্রেমের অঙ্কুর বেড়ে পড়ে, প্রেমানন্দে করে আরাম।।
৪। কর গুরুচাঁদের করণ, ধরে হরি গোসাইর চরণ।
দীনবন্ধুর কর্ম্ম বন্ধন, কাটলে মিলবে শান্তি শ্যাম।।
…………………………..
রাগিনী – শিন্দারাহা