গুরুর প্রতি প্রেমভক্তি ভ্রান্ত মন তোর কেন হল না।
ছাড় কুটীনাটী ময়লা মাটি, মন করগে ষোল আনা।।
কর্ম্ম সূত্রে হরি হলে বাম, গুরু রাখলে রাখতে পারে যায় না পরিনাম।
গুরু গোঁসাই হইলে বাম, হরিচাঁদ রাখতে পারে না।।
গুরু বলতে দুটী অক্ষর হয়, গু বলিতে চিত্তগুহতমঃ রাশিময়।
রু‘ বলিতে রবি উদয়, হলে আর আঁধার থাকে না।
গুরু কৃষ্ণ অভেদ আত্মা হয়, তথাপি শ্রীগুরুর মান্য রাখলেন দয়াময়।
ও সে আপনি হরি, চারযুগ ভরি, করলেন গুরুর উপাসনা।।
জীবন যৌবন সপে গুরুর পায়, মৎস্যচক্র ভেদ করিল বীর ধনঞ্জয়।
সমর যিনি দ্রৌপদী পায়, সহায় ছিল কেলেসোনা।।
দয়া করি তারকচন্দ্র কয়, মন সপে দে অশ্বিনী তুই মহানন্দের পায়।
তবে প্রেমানন্দ হবে উদয় নিরানন্দ আর রবে না।।