(তাল – কাহারবা)
গুরু আমার প্রতি নিদয়া কেনে।
আমার প্রতি তোমার দয়া, কবে হবে ভাবি মনে।।
১। তুমি আত্মা অন্তর্য্যামী, শান্তি মায়ের শিরমনি রেশম সুন্দর।
আমি তব দয়ায় হে দয়াময়, মিনতি করি তব চরণে।।।
২। শুনি তব দয়ার নাই তুলনা, আমার ভাগ্যে কেন হল না, ওহে দয়াময়।
দিয়ে পদ ছাড়য়া কর দয়া, অন্তিমে হেরি যেন নয়নে।।
৩। গুরুচাঁদের দয়া বলে, হরি গোসাইর তরুতলে, থাকি যেন সদায়।
দীনার এই বাঞ্ছা হৃদয়, অন্য বাঞ্ছা নাই মনে।।
……………………………
রাগিনী – ভাটিয়ালী