গুরু আমায় করো করুণা।
আমি ঝড় তুফানে বেয়ে যাবো গুরু
তোমার দেওয়া তরিখানা।।
ভব নদীর ভীষণ তুফান
কেঁপে কেঁপে উঠে পরান,
তুমি গুরু সকল আসান
মুশকিলে যেন পরি না।।
গুরু যদি আমার সহায়
তবু কেন করবো হায় হায়,
তুমি গুরু সকল, উপায়
চরণ ছাড়া কইরো না।।
গুরু হয় অগতির গতি
একা ধারে শিব পার্বতী,
গুরু শ্রীকৃষ্ণ গুরু শ্রীমতি
গুরু গঙ্গা যমুনা।।
ভবার গুরু বিপ্র জনা
যে জানে সে কথা কয় না,
জরায়ে আছে পা দু’খানা
চরণ ছাড়া কইরো না।।