(ওগো) গুরু আমায় কর করুণা।
ঝড়-তুফানে বেয়ে যাব (গুরু)
তোমার দেওয়া তরীখানা।।
ভব নদীর ভীষণ তুফান
কেঁপে কেঁপে ওঠে পরান,
তুমি গুরু সকল আসান
মুসকিলে যেন পড়ি না।।
গুরু যদি আমার সহায়
তবে কেন করব হায় হায়,
গুরু, তোমার পায়ে সকল উপায়
চরণ-ছাড়া ক’র না।।
সকল তীর্থ, সকল কর্ম্ম
তুমি গুরু, বড় ধর্ম্ম,
গুরু ছাড়া কে বুঝবে মর্ম
গুরুই শ্রেষ্ঠ উপাসনা।।
গুরু অগতির গতি
(গুরু) একাধারে শিব-পার্বতী,
গুরু কৃষ্ণ গুরু শ্রীমতী
গুরুই গঙ্গা যমুনা।।
ভবার গুরু বিশ্বজনা
সে-কথা কেউ জানে না,
যে জানে, সে কথা কয় না
(সে) জড়িয়ে আছে পা দু’খানা।।