গুরু কি ধন চিনলি না মন মানব জনম যায় বিফলে।
ও তোর প্রেম অনুরাগ ভক্তি বিবেক, হলো না তা যাবার কালে।।
মন গুরুর সহযোগে, স্থুলের ঘর বাধ আগে,
প্রবর্তে অনুরাগে ফেলাও মনের কপাট খুলে,
এবার যে ঘুচাবে মনের আধার, ঠিক কর তায় গুরু বলে।।
গুরু ঠিক হলে পরে, গিয়ে সাধকের ঘরে,
এ দেহ সাধ তারে, সদয় হবে সাধন বলে,
হলে গুরু সদয় প্রেমের উদয়, দেখবি রে তোর হৃদ কমলে।।
গুরুমুখের পদ্মবাক্য, হৃদপদ্মে কর ঐক্য,
এ দেহ হবে সূক্ষ, কাজ কি তোর মোক্ষ ফলে,
গিয়ে সিদ্ধির ঘরে, পাবি তারে, অনন্ত সাগর মিলে।।
শ্রীগুরু অনন্তময়, অনন্ত অন্ত না পায়,
যাবি সে গুরুর কৃপায়, অনন্ত সাগরে চলে,
ও তোর কাম মহাকাম হবে বিরাম, দেখবি সে রূপ দ্বিদল দলে।।
বলে তারক রসনা, অশ্বিনী সে রস নে না,
যে রস তোর উপাসনা, গুরু দিল কর্ণমূলে,
ও তোর সাধনের ধন, মহানন্দ, প্রাণান্তে তুই যাসনে ভুলে।।