গুরু কি ধন চিনলি নারে ওরে অবোধ মন।
দান ধর্ম কাবা কাশী গুরুজীর চরণ।।
গুরু যার থাকে তুষ্ট, তার উপর জগত সন্তুষ্ট।
গুরু রুষ্টে জগত রুষ্ট, কষ্ট অগনন।।
যে দেশেতে গুরু জ্যোতি, সে দেশেতে নাই দিবা রাতি।
বিনা তৈলে জ্বলে বাতি, উজ্জ্বল বরণ।।
গুরু দেবের কৃপা হলে, বিনা তারে টেলি মিলে।
রমেশ বলে নাই কপালে, করিতে সাধন।।
পার হইবার আশা হলে, লুটিয়ে থাক চরণ তলে।
অমনি এসে লবে কোলে, তার দয়া এমন।।