অজ্ঞান মন, গুরু কি ধন চিনিলায় না-
পাতল স্বভাব গেল না।।
আর রূপ দেখিয়া হইয়াছে পাগল
গুণের পাগল হইলায় না।
ওয়রে, কুল পাথরে সাঁতার দিয়া
সাধন সিদ্ধি কইলায় না।।
আর একটি নদীর দুইটি ধারা
বাইতে পাইলায় না।
ওয়রে, হৃদয় পিঞ্জিরার পাখী
ঘুরিয়া-ঘুরিয়া আইল না।।
আর ভাইবে রাধারমণ বলে,
নাই হইলে প্ৰাণ বাঁচের না–
ওয়রে, কাজের কাজী না হইলে
ততস্তর মন্তরে ধরের না।।