(তাল – গড়খেমটা)
যে দিন গুরু কৃপা করেছে,
আমার ভ্রান্তি মসি; তম নিশি, সেই দিন সুপ্রভাত হয়েছে।
আমার হৃদাকাশে চিদানন্দ, রবি উদয় হয়েছে।।
হেরে আনন্দ ভাষ্কর, ভয় পেয়ে ছয় রিপু তস্কর,
ভেবে তারা বিষম দুষ্কর, হারে পলায়ে গিয়াছে,
আমার হৃদ সরোজে, শান্তিময়ী পুষ্কর বিকাশ হয়েছে।।
পূর্ব্বাহ্ন কি সায়হ্ন, আমার সব ঘুচে হল মধ্যাহ্ন,
শ্রীগুরুর কৃপা ধন্য, সন্ধ্যাকে বন্ধ্যা করেছে,
তাইতে না পেলাম ঠিক, সন্ধ্যা আহ্নিক, আত্মা তম্ময় হয়েছে।।
পোহাল তমঃ নিশি, অনুরাগ এক সিংহ আমি,
চিত্ত গিরি শৃঙ্গে বসি, হারে সে হুষ্কার করতেছে,
আমার কাম ক্রোধরূপ, হস্তী শার্দ্দুল, ভয়ে পলায়ে গিছে।।
হেরে সেই রূপের আলো, নিরানন্দ উলুক লুকাইল,
জ্ঞান আত্মার মত্ততা গেল, জ্ঞান শূন্য বিরাগ এসেছে,
তারা আলোক পেয়ে, পুলক হয়ে দোহে নৃত্য করতেছে।।
দয়াল মহানন্দ কয়, আমার হরি সূর্য্য হল উদয়;
কু-আশা কুতম লুকায়, জীবের আর ভাবনা কি আছে;
ভেবে অশ্বিনী কয় হরি বিনে, ভবে বন্ধু কে আছে।।