(তাল গড়খেমটা)
গুরু কৃপা দৃষ্টি দয়া দৃষ্টি হচ্ছে বরিষণ।
দেহ কঠিন জমি জঙ্গলা ভুমি,
জ্ঞানাস্ত্রে আবাদ কর অবোধ মন।
নিষ্ঠা নিস্কাম জুড়ে দুই আবাল
ভাবের জোয়াল জুতের লাঙ্গল দিয়া যোড়াও হাল;
দেহ চাষ করলে তোর ফিরবে কপাল;
গুরুধন ভক্তি বীজ ক’রবেন বপন।।
তোর ভক্তি লতা বাড়বে অনুক্ষণ
অনুরাগের বেড়া দিয়া হুশার থাক মন।
যেন ছয়টা অজা ছোঁয়না কখন,
এ লতা যাবে নিত্য বৃন্দাবন।।
ও সে নিত্য ব্রজে আনন্দ কানন,
আহ্লাদিনির সঙ্গে গুরুর হতেছে মিলন।
তোর ভক্তি লোটায় করলে বন্ধন,
আনন্দে দেখবি সে যুগল মিলন।।
তোর ভক্তি লতায় সিঞ্চ প্রেম বারি
প্রতিষ্ঠা রূপ ডালপাতা মন ফেলাওগে ঝুড়ি,
এবার ফলাফলের আশায় ছাড়ি
নিস্ফলের মর্ম্ম জানে রসিক জন।।
স্বামী মহানন্দের দয়া যে অপার
তোর ভক্তি লতা বা’ড়বে যাতে করছে সে যোগাড়।
গোঁসাই তারক চাঁদের বাঞ্ছা এবার
অশ্বিনীর লতায় ফলুক প্রেম রতন।।