(তাল-গড়খেম্টা)
গুরু গজাল হইলে হবে কি
আমি যে কোচ বিহীন সম্বল বিহীন।
গজালের রূপ নিরখি সেই কোচ হাকি,
আমি তাই রলেম না একদিন।।
১। সেই গজাল রূপ সাগরে, থাকে ঐ অতল নীরে
নিবিড়ে আছে পরে, অচেতন থাকে নিশিদিন।
গজাল ধরিবারে খুজি তারে,
খুজে না পেলাম কোনদিন।।
২। ভক্তি কোচ থাকত যদি, গুরু গজাল নিরবধি-
কোপাইবার পেতেম সন্ধি, তাকিয়ে রতেম্ চিরদিন।
গজাল পেলে দর্শন, মনের মতন
কুপিয়ে করতেম্ স্বাধীন।।
৩। চিরকাল রাখতেম কাজে, অন্ধকার যেত ঘুচে,
কুলমান দিতেম পিছে, হতেম তার চরণে অধীন।
ও তার চরণ পাশে রতেম বসে,
থাকত না আমার এই দুর্দিন।।
৪। দুঃখে দীনবন্ধু বলে, গুরু গজাল নাহি মিলে,
জনম আমার যায় বিফলে, অকাজে বিজ্ঞ হই প্রবীন।
আমি রলেম্ ভ্রান্তে অসার চিন্তে,
তাইতে মোর হলো না সুদিন।।