গুরু গো মনের ভ্রান্তি যায় না সংসারে।
ভ্রান্ত মন করে শান্ত শান্ত হয়ে রই ঘরে।।
একটি কথা আনকা শুনি
পিতা পুত্রে এক রমনী,
কোনখানে রেখেছে ধনী
বলো দেহের মাঝারে।।
আহার নাই সে উপবাসী
নিত্য করে একাদশী,
প্রভাতে হয় পূর্ণশশী
পূর্নিমার চাঁদ অন্ধকারে।।
ছেষট্টি দিনে এক ছেলে হলো
সেই ছেলে বাজারে গেল,
লালন মহাগোলে প’লো
ফিরছেরে জীবের দ্বারে।।