(তাল ঠুংরি)
গুরু চাঁদ এমন চাঁদকে ভবে আনিল, কোন গুনে জগমন বান্ধিল।
জগমন বান্ধিল, জগমন প্রাণ বান্ধিল।।
এক পলকে দেখলে শতবার, অনিবার্য পিপাসা হারে বাড়ে অনিবার,
জীবের চিত্ত চকোর, হয়ে বিভোর, রূপরসে মেতে গেল।।
না জানি কি মোহিনী জানে, কুলজার মন প্রাম ধরিয়া টানে,
কিবা বাল্য বৃদ্ধ গুণে বাধ্য, রূপ দেখে পাগল হল।।
হরি নামের তরণী লয়ে, অকামনা প্রেম ভক্তি বোঝাই করিয়ে,
প্রভুর ভক্তের সঙ্গে, পরম রঙ্গে জগতে বিলাইল গো।।
অকাতরে বিলায় প্রেম ধন, অচৈতন্য কলির জীবে করিতে চেতন,
এল পরম দয়াল, দুঃখী কাঙ্গাল তাপিতের প্রাণ জুড়াল।।
আনন্দে চাঁদ মহানন্দ কয়, কোটী চন্দ্র বিরাজে মোর গুরু চাঁদের পায়,
এবার অশ্বিনী ভুলিস না মায়ায়, প্রেমের বাজারে চলো।