(তাল-খেম্টা)
গুরু তত্ত্ব না জানিয়ে, আগে কেন ধর মূল,
তাইতে কি তোর প্রেমের গাছে ফুটবে ফুল।
গুরু তত্ত্ব আগে জান মন, প্রেম লতায় বেড়বে দুকূল।।
১। মনরে গুরু তত্ত্ব না জেনে, গুরুর করণ বিহনে,
প্রেমের গাছে ফুল ফোটেনা কখনে।
গুরুর করণ করলে পরে, প্রেমের গাছের পাবি মূল।।
২। মনরে ভেবে দেখ ঐ নির্গমে, আগম নির্গম সাধনে,
অধর চাঁদকে পেতে পারে সব জনে।
আগম নিগম সাধন বিনে, অধর চাঁদকে পাওয়া ভুল।।
৩। মন রে গুরুর তত্ত্ব যেয়ে জান, গুরুর বাক্য সদা মান,
তাহলে তোর হবে প্রেমের অঙ্কুর।
সেই অঙ্কুরে লতা বেড়ে, সেই লতায় ধরিবে ফুল।।
৪। মনরে হরি গোসাই বলে গুন, দীনবন্ধু কর সাধন,
অসুর হয়ে রবি নাকি চিরদিন।
যে দিন শমন এসে বাঁধবে কশে,
পিটায়ে ভাঙ্গবে দুকূল।।
……………………………..
তত্ত্ব গীতি
রাগিনী-খাম্বাজ