গুরু তত্ত্ব পরমার্থ কামাই যদি করতে চাও।
অন্তরে মাধুর্য্য রেখে এৗশ্বর্য্যরে ঢাকনি দাও।।
তিন পয়সার সুসার নাই তোর, লাখপতি নাম চেতাও।
ভাবের সঙ্গে নেই দেখা শুনা, মিছে কেবল ভাব দেখাও।।
করো না ধর্ম্মের আড়ম্বর, মান প্রতিষ্ঠা তাড়িয়ে দাও।
রেখে দেও ময়লা মাটি, ময়লা খাটি, ঘুচাইয়া সাচ্চা হও।।
সাধুর ভানে লুকিয়ে কেনে, বাবার ঠাকুর হতে চাও।
যে দিন নিকাশ লবে, দেখনা ভেবে, কেন পরকাল হারাও।।
পেয়েছ মনুষ্য জনম, এ হতে আর কি ধন চাও।।
হয়ে হরিবোলা, হ্রদয় খোলা, প্রেমানন্দে ডুবিয়া রও।।
মহানন্দের পদারবিন্দে, মন প্রাণ সপিঁয়া দাও।
অশ্বিনী তোর কিসের শঙ্কা, ডঙ্কা মেরে পারে যাও।।