গুরু তুমি কারবারের রাজা ষোল জনে মারে মজা
বসে বসে হিসাব কষি বইলাম শুধু ভূতের বোঝা।
দোকানে নাই মাল আমদানি বসে শুধু হিসাব টানি
নিজে করি বিকিকিনি নিকাশে দেখি ঋণের বোঝা।
কর্মচারী যে ৬৪ জনা তারা কেউ কথা শোনে না
মেনেজার অতিশয় সোজা তোমার তহবিল তুমি নেও
নইলে বন্ধ কর দরজা।
বিনয় করে কি চরণে যা লয় তোমার মনে
উচিত দিও মোরে সাজা নাইলে খালাস কর
রাধারমণ কয় সোজা।।