গুরু তুমি কারবারের রাজা ষোলজনে মারে মজা
বসে বসে হিসাব কষি বইলাম শুধু ভূতের বোঝা।।
দোকানে নাই মাল আমদানী বসে শুধু হিসাব টানি
নিজে করি বিকি কিনি নিকাশে দেখি ঋণের বোঝা।।
কর্মচারী যে ৬ ৪ জানা তারা কেই কথা শোনে না
মেনেজার অতিশয় সোজা তোমার তহবিল তুমি নেও
নইলে বনধ করা দরজা–।।
বিনয় করে কৈ চরণে যা লয় কর তোমার মনে
উচিত দিও মোরে সাজা নইলে খালাস কর–
রাধারমণ কয় সোজা।।