(তাল-ঠুংরী)
গুরু তোমার জন্যে এই অরণ্যে-এলেম আমি পাব বলে।
আমি ঘুরে বেড়াই যেখানে যাই, দুঃখের ছেড়া কাঁথা গলে।।
১। আমি কোন গুণেতে পাই গুণনিধি,
(ভক্তি) শূন্য দেহ লয়ে বনে রই নিরবধি।
বেড়াই বনে বনে, অধম পানে, চেয়ে দেখ নয়ন মেলে।।
২। বল গুরু থাক কোন খানে,
(দেখা) দিয়ে প্রাণ রাখ নইলে মরি জীবনে।
কেন হলে নিদয়, নিদান সময়
বাঁচি তোমার দেখা পেলে।।
৩। আমায় এই ভাবেতে রাখবা কতদিন,
মন পোড়া চাতকীর মত, আছি রাত্রি দিন।
কর দুঃখ মোচন হে গুরুধন,
স্থান দেও তোমার চরণ তলে।।
৪। হরি গোসাইর কঠোর করণে,
গৃহ ছেড়ে এলেম আমি নিদারুন বনে।
আদিত্য কয় সুবচনে, দীনাগুরুর চরণ জাসনে ভুলে।।
………………………………..
বিচ্ছেদ
রাগিনী-অরুণ ভেরি