(তাল-ঠুংরী)
পাষান মনরে-
গুরু তোর নিকটে থাকে চোখের আড়ালে
তোর গুরুর প্রতি, নাই রে মতি,
গতি কি তোর অন্তিম কালে।।
১। গুরুর পদে মন মজায়ে, থাকরে মন চাতক হয়ে।
যে দিন হবে বর্ষন পাবি দর্শন, শান্তিপুরে যাবি চলে।।
২। রিপুর বশে থাকে যে জন, ধন-প্রান তার করে হরণ।
কাম রূপেতে দিয়ে নয়ন, কাম নগরে থাকে ভুলে।।
৩। যাহার আছে গুরু ভক্তি, সে করে গুরুকে ার্থী।
(সদা) জ্বেলে দুট জ্ঞানের বাতি, পাহারা দেয় রূপ নেহালে।।
৪। গুরু যদি পেতে চাও মন, বে-হালের বেশ কর ধারন।
পর অনুরাগের বসন, গড়ি দেও ঐ ভক্তি ধূলে।।
৫। হরি গোসাই কয় এই বচন, দীনবন্ধু করগে সাধন।
তাহলে তোর নাইরে মরন, থাকিসনে আর রিপুর দলে।।
…………………………….
রাগিনী- বিরহাসি