গুরু দেখায় গৌর
গুরু দেখায় গৌর
তাই দেখি কি গুরু দেখি ,
গৌর দেখতে গুরু হারাই
কোনরূপে দিই আখি।।
গুরু গৌর রইল দুই ঠাই
কিরূপে এক রূপ করি তাই,
এক নিরূপণ না হলে মন
সকল হবে ফাকি।।
প্ৰবর্তের নাই উপাসনা
আন্দাজে কি হয় সাধনা,
মিছে সদায় সাধুর হাটায়
নাম পাড়ায় সাধকি।।
এক রাজ্যে দুইজন রাজা
কারে বা কর দেবে প্রজা,
লালন পলো তেমনি গোলে
খাজনা তো রইল বাকি।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….