গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে
গুরু দোহাই তোমার মনকে আমার
লও গো সুপথে,
তোমার দয়া বিনে চরণ
সাধবো কি মতে।।
তুমি যারে হও গো সদয়
সে তোমারে সাধনে পায়,
দেহের বিবাদীগণ স্ববশে রয়
তোমার কৃপাতে।।
যন্ত্রেতে যন্ত্রী যেমন
যে বোল বাজাও বাজে তেমন,
তেমনি যন্ত্র আমার মন
বোল তোমার হাতে।।
জগাই-মাধাই দস্যু ছিল
তাহে প্রভুর দয়া হলো,
লালন পথে পড়ে র’লো
চরণ পাবার আশাতে।।