গুরু নাম নিয়ে কর নৌকা সোজা, ভরিসনা পাপের বোঝা
এখন তরী উজিয়ে চলবে, এখন উঠবে প্রেমের ধ্বজা।।
এল সে গৌর নিতাই তারা দু’ভাই, নামের রাজা প্রেমের রাজা,
দু’ভাইর চরণ মাথায় লয়ে পার হয়ে যা দৈবীমায়া
আশি লক্ষ কারাগারে জীবাত্মারে বাঁচা বাঁচা।।
ভাবের কৌপীন এটে পরে, ভব সাগরের মোহনা বোজা
বহিরঙ্গের রং ছাড়িয়া অন্তরঙ্গে উজা উজা
ভাবের মেয়ে সেজে করগা যেয়ে, রাধাকৃষ্ণে চরণ পূজা।।
স্বভাবের মোহনা বেঁধে, সোনার নদৈয়
পারের ঘাটে নৌকা লাগা, অনুরাগে জেগে জেগে
যোগ মায়াকে জাগা।।
জাগলে দেবী দেখতে পাবি, ঘরের মানুষ তরতাজা
বলাই চাঁদের ভাবের কথা, জীবনের মাথায় যায়না বোঝা
মরা ধরে যে মরেছে, সেই ভরেছে প্রেমের খাঁচা
কত ঠক বাজারে ঠাকুর এসে, নকল ধরে নাচা পেচা।।