গুরু নিজ গুণে কৃপা করে চরণ দাও আমায়
তবে দয়াময় তোমার জানা যায়।।
স্বভাব দোষে আমারই মন, বাগ ছেড়ে বিবাগে গমন
হীন হয়েছি ভজন সাধন, দাও চরণ স্ব-করুণাময়।।
সাধনে পারগ যে জন, ভক্তি বলে পায় সে চরণ
সাধন হীন না পেলে চরণ, কে বলে করুণাময়।।
জগৎ করিতে তারণ, প্রতিজ্ঞা তোমার নিরূপণ
গুরুরূপ করিয়া ধারণ, কৃপাসিন্ধু নাম তোমার।।
পতিত যদি পতিত রবে, প্রতিজ্ঞা পালন কৈ হবে
দুদ্দু কয় কলঙ্ক রবে, পতিত পাবন নাম কৈ রয়।।