রতি মতি রেখো গুরু পতির পায়,
অচল নিষ্ঠা রতি গুরুর প্রতি রাখবে মনুরায়।।
চিন্তা কর গুরু পতি, ঘটিবে অবলার রীতি, দিবা রাতি থাক সাধনায়।
করলে গুরুর সঙ্গে প্রেম-পিরীতি, হবে মহা ভাবোদয়,
গুরু পতি করলে সঙ্গ, জুড়াবে তাপিত অঙ্গ অনন্ত হবে পরাজয়।।
শেষে প্রাপ্ত হবি প্রেমানন্দ, থাকবি আনন্দে সদায়,
গরু পতি করলে দয়া, অষ্টপাশে মহাময়া পাশ ছেড়ে হইবে বিদায়।
সেই শান্তিপুরে জ্যোতির ঘরে, থাকবিরে যুগল সেবায়।।
জিহ্বা লিঙ্গ কর্ন যোনি, গুরু শিষ্য সুযোগ জানি, মধুর রতি করবে সে সময়।
শেষে মহামন্ত্র বীর্য্য দানে, হবে নিস্কাম পুত্রদোয়।।
গুরু বাক্য ঐক্য ধরি, ছেড়ে দাও ব্যাভিচারী, অশ্বিনী বলি যে তোমায়।
স্বামী মহানন্দ প্রাণপতি, তোর প্রতি আছে সদায়।।