(তাল – আদ্দা)
গুরু পতির বসে বামে।
ও তোর এ দেহ দক্ষিণা দিয়ে, যেও না দক্ষিণাশ্রমে।।
গুরু সন্তোষ অন্তঃপুরে, বসে থাক মন জ্যোতির ঘরে,
তবে ঐহিকে পর পুরুষ তোরে, ছোবেনা মন কোনক্রমে।।
গুরু শাসন শাশুড়ীর পায়, ভক্তি রেখ রে মন সদায়;
তবে বধুভাব হইবে উদয়, থাকবিরে মন শান্তিধামে।।
গুরুচিন্তা শঙ্খ শাড়ী, সাধ করে মন ধারণ করি,
গুরুকৃপা শয্যায় শয়ন করি, মজে থাক মন গুরুর প্রেমে।।
গুরু প্রতি করলে রমণ, পুত্র হবে মনের মতন,
ও তোর অনুরাগ হইবে নন্দন, কন্যা হবে ভক্তি নামে।।
তারক চাঁদের বাক্য ধর, গুরু পতির কারণ কর,
স্বামী মহানন্দের দয়া বড়, অশ্বিনী কেন ডুবলি ভ্রমে।।