গুরু বিনে আপন কেবা আছেরে তোর সংসারে
পথোর সাথী কেউ হবে না পরবে যে দিন অন্ধকারে।।
রাস্তা ঘাটের নাই পরিচয় ভয় লাগে তাই সব সময়
ফিরে এসে কেহই না কয় কোথায় গিয়া কি করে।।
গুরু যে নাম দিচ্ছে কানে তারে লও সর্বস্ব জেনে
ভুল কর না অযতনে সুখে দূঃখে জনম ভরে।।
দিন থাকতে মন করলে হেলা ঠেকবে গিয়া শেষের বেলা
ভেঙ্গে গেলে ভবের মেলা বুক ভাসাবে অশ্রুধারে।।
যার কাছে মন ডোবে গিয়া তারেই রাখ ধ্যান করিয়া
দুকুলের সব কর্ম ক্রিয়া জালালে কয় যাবে সেরে।।