(তাল লোফা)
গুরু বিপদ কালে রৈলা কোথায়।
আমি মায়া পিশাচি, মায়া দুর কর আসি,
নহে এ পিশাচির কি উপায়।।
১। আমার নাই ভক্তি বল, আমার নাই নয়নে জল,
নিজদাস বলিয়ে গুরু, ঘুচাও মনের খল।
গুরু তুমি না হলে, গতি নাই ভুমন্ডলে,
তোমার শ্রীচরণ দেও মোর হৃদয়।।
২। আমি অতি অভাজন, তোমার না জানি সাধন,
দিবানিধি দেখা দেও হে, শ্রীমধূসূদন।
আমার মনের বাসনা, ওহে কেলেসোনা,
ভব-জ্বালা যেন ঘুচে যায়।
৩। আমার মনের অভিলাষ, তব পদে হব দাস,
নয়ন জলে ধোয়াব চরণ, মনের এই আঁশ।
আমি অতি দীনহীন, পদে রেখ চিরদিন,
বসে আছি ঐ চরণ আশায়।।
৪। দয়াল হরি গোসাই, তুমি বিনে গতি নাই,
আমার মনের বেদনা, গুরু কেন দেখা দেও না,
তুমি আমায় কেন হইলা নিদয়।
……………………….
রাগিনী সিন্ধুনী