ভবঘুরেকথা
পাগলা কানাই

গুরু ভজবো বলে ছিল হে বাসনা-
আমি পারলাম না রে ভাই।
আমি দিন থাকতে মুরশীদ ধইরে
সাধন ভজন করতে চাই,
কাওড়া লাগায় মদন চাঁদ গোঁসাই;
আমি কাজে মাতাল, হয়েছি বেতাল,
-আরও চৌতালে বেড়াই।
আমি চোরের দেশে করি বসতি,
-ও সদায় সিং কাটে ঘরে;
ওরে মদনা বেটা দুষ্ট ভারি,
-প্রাণ কাঁদে তাহার ডরে;
আমি সাধন ভজন করি কেমন করে
সপ্ত তলায় চোরের অধিকার
ও তারে ধরি কেমন করে?
কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া-
ও যার অন্তরেতে নাই,
তারই হচ্ছে সাধন ভজন
-এই অধীনের শক্তি নাই,
মিছে চাট্ কি চাটাম্ করিয়া বেড়াই।
পাগল কানাই বলে তাই মিছে খটখটি
ও দেশ বিদেশ ঘুরে পেট বাঁচাই।
:: মুরশিদী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!