গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে।
কিসের আবার সাধনভজন লোক জানিত করে।।
বকের ধরন করণ তাহার হয়
দিক ছাড়া তার নিরিখ সদায়,
ও সে পলক ভরে নিরিখ ধরে
যায় সে ভব পারে।।
জ্যান্তে গুরু না পেলে হেথা
ম’লে পায় কথার কথা,
সাধক জানে গুরু মিলে না যথাতথা
সদায় দেখে ভজে তারে।।
গুরু ভক্তের তুল্য দেব কি
যে ভক্তিতে সাঁই থাকে রাজি,
লালন বলে গুরু রূপে
নি-রূপ মানুষ ফেরে।।