জীবের নিস্তার লাগি ভগবান হরি।
ধরাতে প্রকাশ হন গুরুরূপ ধরি।।
মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জান।
গুরু আজ্ঞা হৃদে তাই সত্য করি মান।।
গুরুদেব যার প্রতি অসন্তুষ্ট হন।
রক্ষিতে না পারে তারে দেবতা কখন।।
কৃষ্ণ রূষ্ট হলে গুরু পারে রক্ষিবারে।
গুরু রূষ্ট কৃষ্ণ কভু না রাখে তাহারে।।
গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখন।
গুরুনিন্দা যেন কর্ণে না কর শ্রবণ।।
গুরুনিন্দা যথা হয় তথা না যাইবে।
গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে।
শ্রীগুরু চরণ পদ্ম হৃদে করি আশ।
পয়ার রচিয়া কহে শ্রীচরণ দাস।।
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস