গেল খাঁচার পাখি
ফাঁকি দিয়া
একটা অচিন জঙ্গলে
মিশা ঐ পাখির দলে,
আমি চেয়ে চেয়ে দেখলাম তারে
গেল পাখি অনেক দূরে
পাখি আমার বইলনা ডালে।।
এই বুকে ছিলো পাখির বাসা
করত কত কি গোস্বা
আমার বুকেতে মিশা
আমি মাখাইয়া দুগ্ধ কলা
খাওয়াইতাম দলা দলারে
পাখি যাওয়ার বেলা সব গেল ভূলে
পাখি আমার বইলনা ডালে।।
আমার মত আর কতজন
দিয়া তারে মন
করে জঙ্গলে রোধন
পাখি হারা যারা যারা
আমার মতই পাগল তারা-রে
ঘুরে দিশাহারা বন জঙ্গলে
পাখি আমার বইলনা ডালে।।
পাখি আমার ছিলনা এমন
তার মন করলো হরণ
জগতে কেউ নাইরে আপন
মিছা মায়ায় জড়াইয়া
খেলছে ঝাকের পাখি ঝাকে গিয়া
মাতাল রাজ্জাক কান্দে
বইয়া ঐ গাছের তলে
পাখি আমার বইলনা ডালে ।।