গেল দিন সন্ধ্যা হলো
বড় আধাঁর সামনে
এসো দয়াল আজ আমার
এই ঘোর নিদানে।।
ওপারে ডুবিলো বেলা
সাঙ্গ হলো রঙ্গের খেলা
আমি ডাকি তোমায় যাবার বেলা
আমার বিদায় লগনে
এসো দয়াল আজ আমার
এই ঘোর নিদানে।।
ছিলাম যাদের খেলার পুতুল
তারা টানলে আমারি ভুল
তুমি দয়াল অকূলের কূল
নাম শুনেছি কোরআনে
এসো দয়াল আজ আমার
এই ঘোর নিদানে।।
ভক্তি বিহীন পাপি অঙ্গ
লইনি কোন সাধুর সঙ্গ
তুমি পার করে লও এই তরঙ্গ
মানব দেহ বড় ভাঙ্গনে
এসো দয়াল আজ আমার
এই ঘোর নিদানে।।
তুমিতো জগৎের গোসাই
পাপি তাপি না দিলে ঠাঁই
মাতাল রাজ্জাক কয় নামের বড়াই
আমি করি কেমনে
এসো দয়াল আজ আমার
এই ঘোর নিদানে।